রেদওয়ান বসুনিয়া
মাগ মাসিয়া আইত য্যামোন
ব্যারায় না যায় ভাই
ঘাটালা সৌগ কুয়াশায় ঢাকা
দ্যাকায় না যায় তাই।
টিনের ঘরোত সুতিয়া থাকোঙ
ভাইরে হাড়কাপা জাড়োত
ল্যাপ দাগলা আচে যতো
সৌগ দিয়া গায়োত।
হিরহির করি বাতাস ঢোকে
চাটির হ্যাট দিয়া
পানির নাকান শীত পরে
টোপোস টোপোস করিয়া।
ভাইরে বাচিনাখান চপোরাইতে
ছ্যাঙছ্যাঙগায় থাকে
জারের তোকনে নিন ধরেনা
গোটায় শরীল কাঁপে।
মাগের জারে বাগ কান্দে
আগিলা মানসি কয়
চিন্তা করি পিত্তিকার কতা
এপাকে আইতো পোয়ায়।
এহানো একটা আইত যায়
চৌকত নিন নাই
কালসান্জিতে নিন ধরে
দোপোরে ভাঙগে ভাই।
মাগ মাসিয়া আইত
রেদওয়ান বসুনিয়া
মাগ মাসিয়া আইত য্যামোন
ব্যারায় না যায় ভাই
ঘাটালা সৌগ কুয়াশায় ঢাকা
দ্যাকায় না যায় তাই।
টিনের ঘরোত সুতিয়া থাকোঙ
ভাইরে হাড়কাপা জাড়োত
ল্যাপ দাগলা আচে যতো
সৌগ দিয়া গায়োত।
হিরহির করি বাতাস ঢোকে
চাটির হ্যাট দিয়া
পানির নাকান শীত পরে
টোপোস টোপোস করিয়া।
ভাইরে বাচিনাখান চপোরাইতে
ছ্যাঙছ্যাঙগায় থাকে
জারের তোকনে নিন ধরেনা
গোটায় শরীল কাঁপে।
মাগের জারে বাগ কান্দে
আগিলা মানসি কয়
চিন্তা করি পিত্তিকার কতা
এপাকে আইতো পোয়ায়।
এহানো একটা আইত যায়
চৌকত নিন নাই
কালসান্জিতে নিন ধরে
দোপোরে ভাঙগে ভাই।