শ্রীঃ অমল চন্দ্র রায়
নদীর পানী কয়রে কতা
ঘাসের চড়া কয়,
বাও বাতাসে শনশনে যায়
মলমলি উঠে বাও।
মইষাল ভাইয়ের পিরিতি বন্ধু
মাহুত বন্ধুর গান,
গরুর গাড়ী হাকাইতে গাড়োয়ান
গাইচে ভাওইয়া গান।
তরসা নদীর পাড়ে বন্ধু
তিস্তা নদীর পাড়ে,
কলসি কাঙখের সোনার কইন্যার
পাওয়ের ঘুঙুরা বাজে।
দতরা ডাঙা কুষান বন্ধু
তুক্ষা গানের সুর,
বিষহরা সাইটোল আজি
শিলিগুড়ি -রঙপুর।
পাগলা পীরের বাঁশ বন্ধু
সোনারায়ের গান,
দেশি দেশি বাসনা বাসায়
হিন্দু মছলমান।
এখে দেশের মানশি হামা
এখে মাওয়ের ছাও,
এখে সুতাতে বান্দি থুইচে
হামার ভাষার আও।.
শ্রীঃ অমল চন্দ্র রায়
গ্রামঃ প্রধানপাড়া।
পি.ওঃ শালকুমার হাট,
আলিপুর দুয়ার, বাংলা, ভারত।
(আও পত্রিকায় পাঠানো লেখা থেকে)