ঝড়ু রায়
কান পাতি নই
পুরা পাহাড়ী পাড়াটা
নিন্দোতে অচ্যেতন
খালি এ্যকেলায় মুই
বিরহি যইক্ষের নাকান।
মুই শুনিবার পাও
সুন্দোরী রডোডেন্ড্রনের
নরম ঠাইল থাকি
টুপুস টুপুস করি খসি পড়া
নাল সাদা নরম নরম
মিহিন মধুর আওয়াজ
গানের মূর্ছণার মতন ।
মোর মেসের খুপ বগলতে
পোহাতি অঙিন আলোত ঝুনি
খসি পড়া পাত গিলা
নাল সাদা ফুল গিলা
গছের গোড়াত
ছবি বানায় আঙ্খাতে
আর পখিলা নাচিয়া
গান গায়া গায়া
মোক ডেকায়
ঝুনি মোর মনত
নয়া আশা জাগায় ।
ঝড়ু রায়।
প্রযত্নে- নরেশ চন্দ্র রায়।
আশারানী এপার্টমেন্ট,গিরিশ ঘোষ সরনি,হাকিমপাড়াশিলিগুড়ি-৭৩৪০০১
ইন্ডিয়া
(আও পত্রিকায় পাঠানো লেখা থেকে)