মরিয়ম মেরিনা
গেরামের বেবাক মাইসে বাজানরে কয়, মজি মিয়া তোমার মাইয়াডা তো ডাঙ্গর হৈয়া গেল, বিয়ে-থা দিবু না? সেদিন সেলিম চাচাও একই তাচ্ছিল্যে করলো।
মুই তহন দৌড়ি বোগলত যায়া কনু, চাচা তোমার মাইজা বেডা তো মাশাল্লাহ দেখতে ভাল, পড়া-লেহাও জানে। শুনচং চাকবি-বাকরিও নাকি করে। তার সাথত মোক মানাইবোও ভাল।মোক তোমার বাড়ির বেটার বউ কইরা নিয়া যাও না।মোর বিয়া হয়না। সগায় তোমার মত মেলাকিচু কয় মুই আর শুনব্যার পাং না।
বুঝনু না কি যে হইল, সেলিম চাচা উইঠি হনহন করি চলি গেইল।